Posts

Showing posts from September, 2018

What is Blockchain Technology. What is Blockchain in Bengali.

Image
Blockchain টেকনোলজি নামটি শুনলেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাথায় ক্রিপ্টো কারেন্সির অর্থাৎ বিটকয়েনের কথা মাথায় আসে কিন্তু আসলে বিটকয়েন হলো একটি ডিজিটেল মুদ্র্য। যেটা Blockchain টেকনোলজির মাধম্যে সন্চলিত।  সময়ের অগ্রগতির সাথে সাথে আমার টেকনোলজির সাথে আরো বেশি নির্ভরশীল হতেই চলেছি। তাই আমার যে পরিমানে টেকনোলজির সঙ্গে যুক্ত হচ্ছি তার জন্য টেকনোলোজিকেও সময়ের সাথে সাথে আরো বেশি শক্তিশালী করার প্রয়োজন আছে। Blockchain টেকনোলজি হলো তারই একটি অংশ।  Blockchain technology শুধু ক্রিপ্টো কারেন্সির জন্য নয়। Blockchain technology বিভিন্য বিভাগে ব্যবহৃত হয়ে থাকে। আমি আপনাকে ৫ টি প্ৰশ্নোর মাধ্যমে Blockchain technology কি তার একটি সাধারণ বিষয় বোঝানোর চেষ্টা করেছি। আসা করি এই ৫ টি প্রশ্ন আর উত্তর আপনাকে Blockchain technology কি সেটা বুঝতে অনেকটাই সাহায্য করবে।  প্রশ্ন ১ : Blockchain কি ?     Blockchain শব্দটিতে দুটি শব্দ রয়েছে যা বিভক্ত করলে আপনি অনেকটা বুঝতে পারবেন। যেমন - Block মানে একটি বক্স আর চেন মানে শৃঙ্খলা বা শিকল বলতেপারেন। অর্থাৎ একসাথে বললে বক্স দিয়ে গঠিত একটি শৃঙ্খ...

ব্লগারের কর্মজীবনের সুযোগ? ব্লগারে আপনার কর্মজীবন শুরু করুন I

Image
ব্লগার হিসাবে কর্মজীবন শুরু করা। আজকের দিনে সাবাইচায় স্বাধীনতা অর্থাত কর্মজীবনের স্বাধীনতা অফিসে বসের চাপ এখন আর কেও শয্য করতে চায় না। চায় নিজের একটা ব্যবসা বা কোম্পানি শুরু করতে। কিন্তু কিছু বাধা থাকার জন্য বা আর্থিক সমস্যার জন্য সেটা আর হয়ে উঠেনা। তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কর্মজীবনে এগিয়ে যাবার একটি স্বাধীন পথ। তবে মনেরাখতে হবে এই পথটি হতে পারে স্বাধীন কিন্তু এখানেও প্রথমদিকে অনেক দক্ষতার সাথে পরিশ্রম করতে হবে। আর এক সময় হয়তো আপনি অন্য কারো বোস হয়ে কাজ করবেন। ব্লগারে কর্মজীবন শুরু করার পূর্বে আপনি কিছু প্রশ্নের উত্তর জেনেনিন হয়তো আপনার মনেও এই প্রশ্নগুলি ঘোড়া ফেরা করছে। ১. ব্লগার হিসাবে কর্মজীবন শুরু করলে কি কি সুবিধা ? ব্লগার হিসাবে কর্মজীবনের সুবিধার কথা বলতে গেলে অনেক আছে তবে আমি মূলত প্রধান কিছু নিয়ে আলোচনা করবো। সবার প্রথমে স্বাধীনতা যেটা আগেও বলেছি তবে জেনেনেই কি কি স্বাধীনতা আর কেমোন ভাবে স্বাধীনতা। ধরুন আপনি ব্লগের মাধ্যমে সফলতা অর্জন করলেন মানে একটি ঠিকঠাক টাকা উপার্জন করছেন। তখন আপনার কাজের কোন নিদিষ্ঠ জাগা বা নিদিষ্ঠ সময় সেখানে প্রয়জন হয় না অর্থাত আপনি পৃথি...