What is Blockchain Technology. What is Blockchain in Bengali.

What is Blockchain Technology. What is Blockchain in Bengali.



Blockchain টেকনোলজি নামটি শুনলেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাথায় ক্রিপ্টো কারেন্সির অর্থাৎ বিটকয়েনের কথা মাথায় আসে কিন্তু আসলে বিটকয়েন হলো একটি ডিজিটেল মুদ্র্য। যেটা Blockchain টেকনোলজির মাধম্যে সন্চলিত। 

সময়ের অগ্রগতির সাথে সাথে আমার টেকনোলজির সাথে আরো বেশি নির্ভরশীল হতেই চলেছি। তাই আমার যে পরিমানে টেকনোলজির সঙ্গে যুক্ত হচ্ছি তার জন্য টেকনোলোজিকেও সময়ের সাথে সাথে আরো বেশি শক্তিশালী করার প্রয়োজন আছে। Blockchain টেকনোলজি হলো তারই একটি অংশ। 

Blockchain technology শুধু ক্রিপ্টো কারেন্সির জন্য নয়। Blockchain technology বিভিন্য বিভাগে ব্যবহৃত হয়ে থাকে। আমি আপনাকে ৫ টি প্ৰশ্নোর মাধ্যমে Blockchain technology কি তার একটি সাধারণ বিষয় বোঝানোর চেষ্টা করেছি। আসা করি এই ৫ টি প্রশ্ন আর উত্তর আপনাকে Blockchain technology কি সেটা বুঝতে অনেকটাই সাহায্য করবে। 

প্রশ্ন ১ : Blockchain কি ?

    Blockchain শব্দটিতে দুটি শব্দ রয়েছে যা বিভক্ত করলে আপনি অনেকটা বুঝতে পারবেন। যেমন - Block মানে একটি বক্স আর চেন মানে শৃঙ্খলা বা শিকল বলতেপারেন। অর্থাৎ একসাথে বললে বক্স দিয়ে গঠিত একটি শৃঙ্খলা বা শিকল।  এখানে বক্স বলতে যেখানে আমাদের ডেটা বা তর্থ আর শৃঙ্খলা বলতে পূর্বের ডেটার সাথে বর্তমানের ডেটা এবং ভবিষতের ডেটাকে একে অপরের সাথে সংযুক্ত করে যে শৃঙ্খলা তৈরি করা হয়। এই সম্পূর্ণ প্রদ্ধতিকেই আপনি Blockchain technology বলতেপারেন।  

প্রশ্ন ২ : Blockchain technology কতোটা শক্তিশালী বা সুরক্ষিত ?

    বর্তমান সময়ে অনলাইনে আমাদের ডেটা বা তর্থ সুরক্ষিত রাখতে যেসমস্ত টেকনোলজি রয়েছে তাদের মধ্যে সর্বোতম সুরক্ষিত টেকনোলজি হলো Blockchain technology. 

Blockchain টেকনোলজিতে প্রত্যেকটি ডেটা একেকটি ব্লক হিসাবে একে ওপরের সাথে সারিবদ্ধ ভাবে যুক্ত থাকে এবং Decentralised হিসাবে থাকে অর্থাৎ Blockchain টেকনোলজিতে ডেটা কোনো একটি নিদিষ্ট সেন্টারে থাকেনা, একটি বড়ো পরিমানে নেটওয়ার্কে ছড়িয়ে থাকে তাই এর ডেটাকে পরিবর্তন বা ব্রেক করে  মুছেফেলা অন্য কারোদ্বারা কষ্টকরিনা বর্তমান দিনে অসম্ভবই বলতেপারেন।

প্রশ্ন ৩ :  Blockchain technology কিভাবে ব্লক বা ডেটা এক ওপরের সাথে যুক্ত হয় ?

Blockchain টেকনোলজিতে প্রত্যেকটি ব্লকের ডেটা এনক্রিপ্টেড হয়ে একটি কোডে পরিবর্তিত হয়ে যায়। এবং সেই কোড অনুসারে একটি হেসে কোড তৈরী হয়ে যে কোডটির মাধমে ব্লকগুলো একে ওপরের সঙ্গে যুক্ত করে। সর্বমোট Blockchain টেকনোলজিতে একেকটি ব্লকে দুটি হেসে কোড আর স্টোর করা ডেটা থাকে, এখানে দুটি হেসে কোড বলতে একটি পূর্বের ব্লকের হেসে কোড যেটা বর্তমানের ব্লকে চেনের সঙ্গে যুক্ত করে, আর দ্বিতীয় হেসে কোডটি হলো সেই ব্লকের নিজস্ব হেসে কোড যেটা পরবর্তী ব্লকে চেনের সঙ্গে যুক্ত করবে। 

প্রশ্ন ৪ : Blockchain মূল উপাদান কী ?

Distributed Ledger: একটি Blockchain নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবহারকারী সমস্ত ডেটার দেখার এবং নতুন ডেটা বা রেকর্ড যুক্ত করার অনুমতি থাকে, কিন্তু কোনো ডুপ্লিকেশন বা ডিলেট করার  অনুমতি থাকে না। 

Immutability: Blockchain টেকনোলজিতে একবার একটি ডেটা রেকর্ড করা হলে, সেই ডেটা পরিবর্তন করা যাবে না বা মুছেফেলা যাবে না।

Smart Contracts: Blockchain টেকনোলজির দ্বারা তৈরী প্রত্যেকটি সফটওয়্যার একটি নির্ধারিত নিয়ম সংরক্ষিত করা হয়, যা অটোমেটিক্যালি চোলে। 

Data Blocks: একটি ব্লকে কোনো ডেটা রেকর্ড করার সময়ে নিদিষ্ঠ ডেটা ছাড়াও সেই ব্লকে কিছু তথ্য অ্যাসেট হিসাবে রেকর্ড হয়ে থাকে। যেমন -  কে, কী, কখন, কোথায় এবং কতটা। 

Chaining Blocks: একটি অ্যাসেট হিসাবে যখন একটি ব্লকের মালিকানা পরিবর্তন করাহয় তখন সাথে সাথে ব্লকগুলি ডেটার একটি চেইন তৈরি করে। প্রতিটি ব্লক লেনদেনের সঠিক সময় এবং ক্রম নিশ্চিত করে। 

প্রশ্ন ৫ : Blockchain টেকনোলজি অ্যাপ্লিকেশনস বেবহির্ত কিছু বিভাগের উদাহরণ। 

Blockchain টেকনোলজি পৃথিবী জুড়ে বিভিন্ন শিল্প বিভাগের অ্যাপ্লিকেশনস রয়েছে। কিছু উল্লেখযোগ্য ব্যবহারগুলি হলো 
  • Cryptocurrency
  • Healthcare
  • Finance and Banking
  • Real Estate
  • Retail
  • Supply Chain and Logistics
  • Insurance
  • Voting and Governance
  • Internet of Things (IoT)
  • Media and Advertising

আশাকরি এই তর্থ গুলি আপনার কাজে লাগবে। যদি তাই হয় থাকে বা আরো অন্যকোনো প্রশ্ন থাকে তবে অব্যশই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যায় যদি আপনি এই বিষয় গুলি ভিডিও রূপে দেখতে চান তাহলে নীচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। 







    

Comments

Popular posts from this blog

ব্লগারের কর্মজীবনের সুযোগ? ব্লগারে আপনার কর্মজীবন শুরু করুন I